
চিতোরগড়, ১৬ জানুয়ারি (হি.স.): শহরের জনবহুল এলাকায় বাড়ির ছাদের উপর টবে করে অবৈধভাবে আফিম চাষের ঘটনা সামনে এল রাজস্থানের চিতোরগড় শহরে। পুলিশের অভিযানে তিলকনগর সেন্টি এলাকার একটি বাড়ির ছাদ থেকে ১০টি টবের মধ্যে লাগানো মোট ৩৫২টি আফিম গাছ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার চিতোরগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বাড়ির ছাদে টবে লাগানো আফিম গাছের খোঁজ মেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত তিলকনগর সেন্টি এলাকার বাসিন্দা উদয়লাল গুর্জর ছাদের উপর জনবসতিপূর্ণ এলাকাতেই আফিমের চাষ করেছিলেন। অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার করা সমস্ত আফিম গাছ বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য