ধর্মস্থানের শিলান্যাসে গিয়েও বিজেপি-কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়ি, ১৬ জানুয়ারি (হি. স. ) : “দয়া করে অত্যাচার করবেন না। বিজেপি রাজ্যগুলো কেন করছে অত্যাচার? কই আমরা তো করি না। আমরা যতদিন বাঁচবে, কাজ করে বাঁচব। ভালো কাজ করে বাঁচব।” মহাকাল মন্দিরের শিলান্যাসে গিয়ে বিজেপি-কে এভাবে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্
মমতা বন্দ্যোপাধ্যায়


শিলিগুড়ি, ১৬ জানুয়ারি (হি. স. ) : “দয়া করে অত্যাচার করবেন না। বিজেপি রাজ্যগুলো কেন করছে অত্যাচার? কই আমরা তো করি না। আমরা যতদিন বাঁচবে, কাজ করে বাঁচব। ভালো কাজ করে বাঁচব।” মহাকাল মন্দিরের শিলান্যাসে গিয়ে বিজেপি-কে এভাবে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঞ্চ মহিলাদের শঙ্খধ্বনি দেওয়ার আর্জি করেন মুখ্যমন্ত্রী বলেন, “কেউ যেন ভাববেন না আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না। ৪টে ১৫ মিনিটের পর সময় ছিল। আমি সেই অনুযায়ী এসেছি। ইন্দ্রনীলকে ধন্যবাদ ও সুন্দর করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছি।” মুখ্যমন্ত্রী বলেন, “এক আঙুলে কি মুঠো তৈরি করতে পারবেন, পারবেন না। কিন্তু পাঁচটি আঙুল এক হলে পারবেন। তেমন একটি ধর্ম নিয়ে চললে হবে না। আমরা সর্বধর্মে বিশ্বাসী। খ্রিস্টানদের উৎসবেও কলকাতাকে দারুণভাবে সাজানো হয়।

তিনি বলেন, “উত্তরবঙ্গকে আরও ৬টি ভলভো বাস উপহার মুখ্যমন্ত্রীর। যেগুলি কলকাতার সঙ্গে উত্তরবঙ্গকে জুড়বে।” এদিন বেলা ৩টে ২৬-এ মাটিগাড়ায় অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪টে ১০-এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে শুরু করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande