মুর্শিদাবাদে কর্তব্যরত মহিলা সাংবাদিক আক্রান্ত, তীব্র নিন্দা জানাল প্রেস ক্লাব কলকাতা
কলকাতা, ১৬ জানুয়ারী, (হি. স.) : শুক্রবার মুর্শিদাবাদে সংবাদ সংগ্রহের সময় জি-২৪ ঘণ্টার মহিলা সাংবাদিক সোমা মাইতির ওপর বিশৃঙ্খল জনতার আক্রমণ এবং তাঁকে রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা জানাল প্রেস ক্লাব কলকাতা। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার কঠো
প্রেস বিজ্ঞপ্তি


কলকাতা, ১৬ জানুয়ারী, (হি. স.) : শুক্রবার মুর্শিদাবাদে সংবাদ সংগ্রহের সময় জি-২৪ ঘণ্টার মহিলা সাংবাদিক সোমা মাইতির ওপর বিশৃঙ্খল জনতার আক্রমণ এবং তাঁকে রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা জানাল প্রেস ক্লাব কলকাতা। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কর্তব্যরত সাংবাদিকের ওপর এই ধরনের আঘাত তাঁর গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ এবং একটি গর্হিত অপরাধ। এই ঘটনায় প্রেস ক্লাব কলকাতা অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের খুঁজে বের করার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

​ইতিমধ্যেই সংশ্লিষ্ট সাংবাদিকের পরিবারের সঙ্গে প্রেস ক্লাবের পক্ষ থেকে যোগাযোগ করে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ওই সাংবাদিকের মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। প্রেস ক্লাব তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। এই প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, সাংবাদিকদের ওপর যে কোনও ধরনের আক্রমণ রুখতে এবং তাঁদের স্বার্থরক্ষায় প্রেস ক্লাব কলকাতা সব সময় সরব থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande