
আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানার পরিকাঠামোগত উন্নয়নের জন্য উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রক তথা ডোনার মন্ত্রক থেকে ত্রিপুরা সরকার ৫৭ কোটি টাকা পেয়েছে। শুক্রবার সিপাহিজলা চিড়িয়াখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথা জানান রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
চিড়িয়াখানাটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার অভিযোগে বন বিভাগ সমালোচনার মুখে পড়ার প্রেক্ষিতে মন্ত্রী হঠাৎ করেই এই পরিদর্শনে যান। এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি এক বিদেশি পর্যটক দম্পতি চিড়িয়াখানা পরিদর্শন করে বিভিন্ন স্থানে প্লাস্টিক বর্জ্য পড়ে থাকার বিষয়ে হতাশা প্রকাশ করেন। ওই দম্পতির বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপরই তিনি নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেন।
মন্ত্রী জানান, “ওই পর্যটক দম্পতির বক্তব্য আমি উড়িয়ে দিচ্ছি না। তবে আমার আজকের পরিদর্শনে চিড়িয়াখানার কোথাও ফেলে রাখা প্লাস্টিক বর্জ্য নজরে আসেনি। হঠাৎ পরিদর্শন হওয়া সত্ত্বেও পরিস্থিতি সন্তোষজনক।”
ভবিষ্যতে চিড়িয়াখানার ভিতরে প্লাস্টিক ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে একটি লগ-বুক ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বনমন্ত্রী বলেন, “যারা প্লাস্টিক সামগ্রী নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে চান, তাদের লগবুকে স্বাক্ষর করতে হবে। পরবর্তীতে যদি কোনও প্লাস্টিক সামগ্রী জনসমক্ষে পড়ে থাকতে দেখা যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই দায়ী করা হবে।”
চিড়িয়াখানার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অনিমেষ দেববর্মা জানান, প্রাপ্ত ৫৭ কোটি টাকার তহবিল দিয়ে সিপাহিজলা চিড়িয়াখানার সার্বিক পরিকাঠামো নতুনভাবে উন্নয়ন করা হবে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করেছে। পাশাপাশি পশু বিনিময় কর্মসূচির মাধ্যমে বিদেশি প্রাণী প্রজাতি আনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ