৩১ জানুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় চলতি মাসেই বসছে বাজেট অধিবেশন। রাজ্য সচিবালয় নবান্ন ও পরিষদীয় দফতর সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিধানসভা সচিবালয়েও ইতিমধ্যে এই সংক্রান্ত সরকারি বার্তা পৌঁছে গিয়েছে। আগামী অর্থবর্ষের
৩১ জানুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন


কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় চলতি মাসেই বসছে বাজেট অধিবেশন। রাজ্য সচিবালয় নবান্ন ও পরিষদীয় দফতর সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিধানসভা সচিবালয়েও ইতিমধ্যে এই সংক্রান্ত সরকারি বার্তা পৌঁছে গিয়েছে। আগামী অর্থবর্ষের জন্য রাজ্য সরকার এই অধিবেশনে তাদের অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছে।

জানা গিয়েছে, এবারের বাজেট অধিবেশন হতে চলেছে স্বল্পকালীন অর্থাৎ মাত্র ৪ দিনের। ৩১ জানুয়ারি শনিবার অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব পাঠ করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর ওই দিনের মতো সভা মুলতুবি ঘোষণা করা হবে।

১ ফেব্রুয়ারি রবিবার ছুটির কারণে অধিবেশন বন্ধ থাকবে।

২ ফেব্রুয়ারি সোমবার বিধানসভায় আগামী অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বাজেটের ওপর প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হবে।

৪ ফেব্রুয়ারি বুধবার শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় অধিবেশন বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হবে।

এই স্বল্পকালীন অধিবেশনে বাজেট নিয়ে সরকার ও বিরোধী—উভয় পক্ষের মধ্যেই জোরদার চর্চা হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande