
নগাঁও (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : আগামী ১৮ জানুয়রি নগাঁও জেলার কলিয়াবরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নগাঁও জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ রুট নির্দেশিকা জারি করেছে।
আজ শুক্রবার আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার ও সিনিয়র পুলিশ সুপার সাধারণ মানুষ ও যানবাহন চালকদের জন্য নির্দেশনার তথ্য দিয়েছেন। নির্দেশিকা অনুযায়ী, শোণিতপুর থেকে গুয়াহাটির দিকে যাওয়া সব যানবাহন চুলুং ও নলতলি রাজ্য সড়ক দিয়ে চলাচল করবে। অপরদিকে, শোণিতপুর থেকে যোরহাটের দিকে যাওয়া যানবাহনগুলোকে চুলুং থেকে শিলঘাট হয়ে জখলাবন্ধা ও কুঁওয়ারিটোল রুট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কর্মসূচির দিন ১৮ জানুয়ারি সাধারণ যানবাহন চলাচলের জন্য চুলুং-কলিয়াবর তিনিয়ালি অভিমুখী রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের বিকল্প রুট ব্যবহার ও যান চলাচল সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জনসভায় আগত যানবাহনের জন্য মোট আটটি পার্কিং স্থানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সভাস্থলের পশ্চিম ও দক্ষিণ দিকে চারটি করে পার্কিং স্থান নির্ধারিত হয়েছে। এছাড়া ভিআইপি যানবাহনের জন্য আলাদা একটি পার্কিং স্থান থাকবে। নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থার স্বার্থে সকল নির্দেশ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস