
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.): শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে ফের অভিযানে নামল কলকাতা পুরসভা। শুক্রবার পুরসভার পক্ষ থেকে আয়োজিত একটি কেন্দ্রীয় পদযাত্রায় শামিল হলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, সন্দীপ রঞ্জন বক্সি প্রমুখ। রাজপথে পা মিলিয়ে নাগরিকদের সচেতনতার বার্তা দেন তাঁরা।
প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর—সারা বছর ধরেই এই মারণ রোগ মোকাবিলায় সচেতনতা অভিযান চালায় কলকাতা পুরসভা। এদিনের পদযাত্রায় পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন বরোর চেয়ারম্যান ও চেয়ারপার্সনরা উপস্থিত ছিলেন। এছাড়া পুরসভার স্বাস্থ্য বিভাগ, জঞ্জাল অপসারণ এবং নিকাশি দফতরের আধিকারিক ও কর্মীরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে মিছিলে পা মেলান বিভিন্ন ওয়ার্ডের সাধারণ বাসিন্দারাও।
মশাবাহিত এই মারণ রোগ রুখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা যে অত্যন্ত প্রয়োজন, এদিন তা পুনরায় স্মরণ করিয়ে দেন মেয়র ও ডেপুটি মেয়র। তাঁরা জানান, সংক্রামক এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে নাগরিকদের সচেতন হতে হবে; বাড়ির আশেপাশে বা বাড়ির ভেতরে কোথাও যেন অকারণে জল জমে না থাকে। পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ও সচেতনতা অভিযান চালালেও, নাগরিকদের পূর্ণ সহযোগিতা ছাড়া এই লড়াই সফল হওয়া সম্ভব নয়।
এই প্রসঙ্গে মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার জানান, এই কেন্দ্রীয় কর্মসূচির পর এবার প্রতিটি ওয়ার্ডে আলাদাভাবে সচেতনতামূলক মিছিল করা হবে। মানুষকে সচেতন করাই এই অভিযানের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত