নবোদয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণে বিলম্ব, রাজ্যপালের দ্বারস্থ জঙ্গলমহল স্বরাজ মোর্চা
ঝাড়গ্রাম, ১৬ জানুয়ারি (হি.স.) : জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় অনুমোদিত জওহর নবোদয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ দীর্ঘদিন শুরু না হওয়ায় রাজ্যপালের দ্বারস্থ হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। এই বিলম্বের প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত পদক্ষেপের দাবিতে সংগঠন
নবোদয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণে বিলম্ব, রাজ্যপালের দ্বারস্থ জঙ্গলমহল স্বরাজ মোর্চা


ঝাড়গ্রাম, ১৬ জানুয়ারি (হি.স.) : জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় অনুমোদিত জওহর নবোদয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ দীর্ঘদিন শুরু না হওয়ায় রাজ্যপালের দ্বারস্থ হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। এই বিলম্বের প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত পদক্ষেপের দাবিতে সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের কাছে একটি লিখিত আবেদন জানানো হয়েছে।

সংগঠনের বক্তব্য, আদিবাসী অধ্যুষিত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ঝাড়গ্রাম জেলায় জওহর নবোদয় বিদ্যালয়ের মতো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গুণগত ও সমতাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় সরকার বিদ্যালয়টির অনুমোদন দিলেও এখনও পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু না হওয়ায় গ্রামীণ ও আদিবাসী সমাজের বহু মেধাবী ছাত্রছাত্রী তাদের ন্যায্য শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

জঙ্গলমহল স্বরাজ মোর্চার মতে, এই দীর্ঘসূত্রিতা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, স্থানীয় কর্মসংস্থান ও সার্বিক আঞ্চলিক উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করছে। বিষয়টি রাজ্যের সাংবিধানিক অভিভাবকের দৃষ্টিগোচর করতে শুক্রবার রাজভবনে গিয়ে আবেদনপত্র জমা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো।

এ প্রসঙ্গে তিনি বলেন, “ঝাড়গ্রামের মানুষের বহুদিনের স্বপ্ন জওহর নবোদয় বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। আমরা আশা করি মাননীয় রাজ্যপালের সদয় হস্তক্ষেপে দ্রুত নির্মাণকাজ শুরু হবে এবং জেলার মেধাবী ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য শিক্ষার অধিকার ফিরে পাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande