মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষাই সমাজে প্রতিষ্ঠার পথ দেখায় : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষাই শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার আগরতলায় শঙ্করাচার্য্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের বার্
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষাই শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার আগরতলায় শঙ্করাচার্য্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষা অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায় এবং ব্যক্তি মানুষকে নৈতিকভাবে শক্তিশালী করে তোলে। শিক্ষা একটি অন্তহীন প্রক্রিয়া। আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষক-শিক্ষিকাদের গতানুগতিক পাঠদানের ঊর্ধ্বে উঠে আধুনিক ও প্রাসঙ্গিক বিষয় পাঠদানে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রাচীন গৌরবোজ্জ্বল শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার ঘটছে এবং নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০ সেই লক্ষ্যেই প্রণীত। রাজ্যেও এই শিক্ষানীতি কার্যকর করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, নবম শ্রেণির ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ, সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ, সরকারি মার্কেট স্টলে ৫০ শতাংশ সংরক্ষণ, জমি ক্রয়ে স্ট্যাম্প ডিউটি হ্রাস, পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রীদের বিভিন্ন ফি মকুব এবং কন্যা আত্মনির্ভর যোজনায় ১৪০ জন ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিপুণ ত্রিপুরা, বিদ্যাসেতু, মিশন মুকুল, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কারসহ বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে ৮৪টি বিদ্যালয় পি.এম.-শ্রী স্কুলে রূপান্তরিত হয়েছে এবং বহু বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম, আইসিটি প্রকল্প ও টিংকারিং ল্যাব চালু করা হয়েছে। আগামীদিনে ত্রিপুরা শিক্ষা হাবে পরিণত হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা দফতরের অধিকর্তা এন.সি. শর্মা-সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থানাধিকারী তুলিকা চৌধুরী এবং ১০০ শতাংশ পাশের জন্য শঙ্করাচার্য বিদ্যালয়কে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande