
দুর্গাপুর, ১৬ জানুয়ারি (হি.স.) : দুর্গাপুরের অর্জুনপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিভিসির উচ্ছেদ অভিযান ঘিরে ফের চরম উত্তেজনা ছড়াল। ভোররাতে অন্ধকারে চালানো এই অভিযানের বিরুদ্ধে লুটপাট, শারীরিক হেনস্থা এবং অসুস্থ মহিলাকে ঘর থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলের প্রাক্তন কাউন্সিলররা।
ডিভিসির ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্র সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগে ৮০০ মেগাওয়াট ক্ষমতার নতুন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি পুনরুদ্ধারে গত বছর থেকেই একাধিক এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। এরই মধ্যে অর্জুনপুরে শ্রমিক-কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের কাজও শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে নির্মীয়মান হাসপাতাল সংলগ্ন এলাকায় আচমকা উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযোগ, ভোরের আগে অন্ধকার ও তীব্র শীতের মধ্যে একাধিক টালির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের দাবি, ৫০-৬০ জনের একটি দল এসে বাসিন্দাদের জোর করে ঘর থেকে বের করে দেয়। এসময় শারীরিক হেনস্থা ও ঘর থেকে জিনিসপত্র লুটের অভিযোগও ওঠে। এমনকি চাইনা বাউরি নামে এক ক্যান্সার আক্রান্ত মহিলাকেও ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ডিভিসি কর্তৃপক্ষ। ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পরিবারগুলি ডিভিসির জমি বেআইনিভাবে দখল করে রেখেছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও জমি খালি না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, অভিযানের সময় ডিভিসির কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, গত এক বছর ধরে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বারবার স্থানীয় প্রতিরোধের মুখে পড়েছে ডিভিসি। যদিও মায়াবাজারের ডিটিপিএস টাউনশিপ এলাকায় ইতিমধ্যে একাধিক বেদখল জমি পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ। সেখানে অবৈধ আবাসন ভেঙে সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা