
আরারিয়া, ১৬ জানুয়ারি (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে নিষিদ্ধ মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। এসএসবি-র ৫৬ নম্বর ব্যাটালিয়নের আই সমবায় জোগবানি বিওপি শুক্রবার ১৩২ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।
এসএসবি সূত্রে জানা গেছে, জোগবানির টিকুলিয়া বস্তি এলাকায় ভারত-নেপাল সীমান্তের স্তম্ভ নম্বর ১৮০-র কাছে টহল চলাকালীন সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ কাপ সিরাপগুলি। ধৃত ব্যক্তি নেপাল থেকে ওই কফ সিরাপ অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ।
প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত পাচারকারী ও উদ্ধার হওয়া কাপ সিরাপ জোগবানি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য