প্রধানমন্ত্রীর মালদা সফরের আগে সামসিতে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার
মালদা, ১৬ জানুয়ারি(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফর এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার প্রাক্কালে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। সামসি স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে দুই রাউন্ড পাইপগান ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে সামসি ফাঁড়ির
প্রধানমন্ত্রীর মালদা সফরের আগে সামসিতে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার


মালদা, ১৬ জানুয়ারি(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফর এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনার প্রাক্কালে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। সামসি স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে দুই রাউন্ড পাইপগান ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে সামসি ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম পুস্তম রায়। মালদার ঝালঝলিয়া এলাকার বাসিন্দা।

শুক্রবার সামসি পুলিশ ফাঁড়ির আইসি রামচন্দ্র সাহা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২ টো নাগাদ এএসআই বরুণ দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। সেই সময় এক যুবককে সামসি রেল স্টেশন থেকে একটি ব্যাগ হাতে এগ্রিল হাই স্কুলের দিকে যেতে দেখা যায়।

পুলিশের সন্দেহ হওয়ায় তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তার ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র। ব্যাগের ভেতর চাদরে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক ভিন রাজ্য থেকে এই অস্ত্রগুলি নিয়ে এসেছিল। জেলায় বড়সড় কোনও নাশকতামূলক কাজ বা অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই এই অস্ত্র আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande