গ্রামীণ উন্নয়নে নতুন গতি আনবে ‘ভিবি-জিরামজি’ আইন : সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু
আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : মানুষের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখেই এমজিএনরেগা-এর নাম পরিবর্তন করা হয়েছে। এতে গ্রামীণ মানুষের রোজগার বাড়বে এবং গ্রামোন্নয়নে নতুন গতি আসবে। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন সমাজ
মন্ত্রীর সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : মানুষের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখেই এমজিএনরেগা-এর নাম পরিবর্তন করা হয়েছে। এতে গ্রামীণ মানুষের রোজগার বাড়বে এবং গ্রামোন্নয়নে নতুন গতি আসবে। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়।

তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলি এমজিএনরেগা-এর নাম পরিবর্তনকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন আইন ‘ভিবি-জিরামজি’ সম্পর্কে সঠিক তথ্য গোপন রেখে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী জানান, দেশের স্বাধীনতার পর থেকেই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে ধারাবাহিক বিবর্তন হয়েছে। স্বাধীনতার পর প্রথমে চালু হয় রুরাল ম্যানপাওয়ার প্রোগ্রাম (আরএমপি)। পরে সময়ে সময়ে এর নাম ও কাঠামো পরিবর্তিত হয়ে সিএসআরই, এনআরইপি, আরএলইজিপি, ইএএস, ফুড ফর ওয়ার্ক এবং সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনার রূপ নেয়। ২০০৫ সালে এই প্রকল্পই এমজিএনরেগা নামে পরিচিত হয়।

প্রায় ২০ বছর পর ২০২৫ সালে এমজিএনরেগা আইনে পরিবর্তন এনে ‘ভিবি-জিরামজি’ আইন প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর কথায়, মানুষের বর্তমান জীবনধারা ও গ্রামীণ উন্নয়নের চাহিদার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। নতুন আইনে গ্রামীণ মানোন্নয়নের চারটি মূল বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে— জল সংরক্ষণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থায়ী গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কাজ।

তিনি আরও জানান, নতুন আইনে জব কার্ডধারীরা বছরে ১২৫ দিন কাজ পাবেন, যেখানে আগে ছিল ১০০ দিন। এর ফলে গ্রামীণ মানুষের রোজগার প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পাবে।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিংকু রায় বলেন, ‘ভিবি-জিরামজি’ আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও প্রচেষ্টাকেই প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরতেই বিজেপি-এর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যের জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande