এসআইআর তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ মমতার
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স. ) : এসআইআর তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু, মতুয়া এবং রাজবংশীদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দিলেন তিনি। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, “তাদের নাম একতরফা বাদ
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স. ) :

এসআইআর তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু, মতুয়া এবং রাজবংশীদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দিলেন তিনি।

এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, “তাদের নাম একতরফা বাদ দিতে পারে না। মতুয়া, রাজবংশী, আদিবাসীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নির্দেশ বদলাচ্ছে। বিএলওরা চাপে পাগল হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ১০০ জনের মতো মারা গিয়েছেন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগাতে এসেছে। বিজেপির পরিকল্পনা এটা। নিজেরা ভোটে পারবে না তাই ঘোঁট পাকাচ্ছে। করছে লুট, বলছে ঝুট।”

পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে মমতার আশ্বাস, “আমরা এই ঘটনাটির তদন্ত শুরু করেছি। আমরা মামলা করেছি। পরিযায়ী শ্রমিকদের সাহায্যও করেছি। আপনারা শান্ত থাকুন। ধৈর্য ধরুন। আর যাঁদের ডাকছে তাঁরা ফর্ম জমা দেবেন। দয়া করে দরখাস্ত জমা দিন। আদালতে মামলা হয়েছে। ভরসা রাখুন। আশা করি মানুষ সুবিচার পাবে।”

বিজেপিকে দুষে মমতা বলেন, “যা হচ্ছে এগুলি অন্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই মূলত হচ্ছে। তারপর কী করে ভাবছে বিজেপি বাংলার মানুষের সমর্থন পাবে? নির্লজ্জের দল একটা।” মমতার আর্জি, “সংখ্যালঘু ভাইবোনেদের বলব এসব করবেন না। শান্ত থাকুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande