
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স. ) : “আপানার বিষয়ে না আমার কোনো মূল্যায়ন আছে, না কোনো বক্তব্য, কারণ আপনি যাঁর আলোয় আলোকিত অর্থাৎ আপনার পিসি, উনি আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন।” শুক্রবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু এই সঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি আপনার পিসির আচার আচরণ জীবনযাত্রার ধরণে অনেক পরিবর্তন এলেও শুভেন্দু অধিকারী একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয় নি।
১৯৮৮ সালে কাঁথি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সদস্য হিসেবে যেমন ছিলাম, ১৯৯৫ সালে কাউন্সিলর হিসেবে যেমন ছিলাম, ২০০৬ সালে বিধায়ক হিসেবে যেমন ছিলাম, ২০০৯ সালে সাংসদ হিসেবে যেমন ছিলাম, ২০১৬ সালে মন্ত্রী হিসেবে যেমন ছিলাম, ঠিক তেমনই ২০২১ সাল থেকে বিরোধী দলনেতা হিসেবে তেমনই রয়েছি। মানুষের প্রতি দায়বদ্ধতা ১৯৮৮ সাল থেকে অটুট রয়েছে, শুধু দায়িত্ব আর ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে।
নন্দীগ্রামের মানুষ বিধায়ক হিসেবে এবং রাজ্যের মানুষ বিরোধী দলনেতা হিসেবে মূল্যায়ন করবেন। বাকি 'পরিযায়ী পাখি একটু ডাকাডাকি না করলে লোকে জানবে কি করে যে শীতকাল পড়েছে ...'’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত