আপেল ব্যবসায় বড়সড় জালিয়াতি, ১০ লক্ষ টাকার চেক ভুয়ো
শিমলা, ১৬ জানুয়ারি (হি.স.): আপেল ব্যবসায় বড়সড় প্রতারণার অভিযোগে শিমলার জুব্বাল থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, ৭০০ বাক্স আপেল কেনার বিনিময়ে ১০ লক্ষ টাকার একটি চেক দেওয়া হলেও পরে জানা যায়, যে ব্যাংকের চেক দেওয়া হয়েছে সেখানে অভিযুক্তের কোনও অ্যাকাউন
আপেল ব্যবসায় বড়সড় জালিয়াতি, ১০ লক্ষ টাকার চেক ভুয়ো


শিমলা, ১৬ জানুয়ারি (হি.স.): আপেল ব্যবসায় বড়সড় প্রতারণার অভিযোগে শিমলার জুব্বাল থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, ৭০০ বাক্স আপেল কেনার বিনিময়ে ১০ লক্ষ টাকার একটি চেক দেওয়া হলেও পরে জানা যায়, যে ব্যাংকের চেক দেওয়া হয়েছে সেখানে অভিযুক্তের কোনও অ্যাকাউন্টই নেই।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী জুব্বাল থানার খোনি গ্রামের বাসিন্দা।

তিনি জানান, ২০২৪ সালের ২৮ জুন সাক্ষীদের উপস্থিতিতে লিখিত চুক্তির মাধ্যমে রাহুল কুমার ও গীতা দেবী তাঁর কাছ থেকে ৭০০ বাক্স আপেল কেনেন। মোট মূল্য ধার্য হয় ১০ লক্ষ ৫০ হাজার টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা নগদ দেওয়া হয় এবং বাকি ১০ লক্ষ টাকার জন্য একটি চেক দেওয়া হয়, যার তারিখ ছিল ১০ অক্টোবর ২০২৫।

নির্ধারিত তারিখে চেকটি ব্যাংকে জমা দিলে তা বাতিল হয়ে যায়। পরে ব্যাংক থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকে রাহুল কুমারের কোনও অ্যাকাউন্ট নেই। অভিযোগে বলা হয়েছে, গীতা দেবীর নামে ইস্যু করা চেকটি রাহুল কুমারই দেন এবং তিনি আগেই জানতেন যে ওই ব্যাংকে তাঁর কোনও হিসাব নেই। তা সত্ত্বেও প্রতারণার উদ্দেশ্যে চেকটি দেওয়া হয়।

দীর্ঘদিন অর্থ না পেয়ে শেষ পর্যন্ত বাগান মালিক অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে পরিকল্পিত প্রতারণা বলে মনে করছে। এই ঘটনায় মামলা রুজু করে চুক্তিপত্র, চেক ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande