
কলকাতা, ১৬ জানুয়ারি, (হি স): নবান্নের কাছে শুক্রবার সভা করতে রাজি হয়েও প্রায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো বিজেপি।
আইপ্যাক-এর দফতরে ইডি-র তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও সেখান থেকে নথি নিয়ে চলে যাওয়ার অভিযোগের ঘটনায় সরব হয় বিজেপি। এর ভিত্তিতেই নবান্নের সামনে শুক্রবার ধরনা করতে চেয়েছিল বিজেপি।
বিজেপি-র দাবি ছিল, নবান্নের সামনে সভা করবে। কিন্তু রাজ্যের অনুমতি মেলেনি। সুবিচার চেয়ে বিরোধী দলনেতার তরফে হাই কোর্টে আবেদন করা হয়। দু’পক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার অনুমোদিত হয় নবান্নের অদূরে মন্দিরতলায় বিজেপি-র সভাস্থল।
এর পর সন্ধ্যায় বিজেপি-র বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ এক্সবার্তায় জানান, “পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের তীব্র বিরোধিতার কারণে, কলকাতা হাইকোর্ট ১৬ জানুয়ারী বিরোধী দলনেতা এবং অন্যান্য বিজেপি বিধায়কদের নেতৃত্বে নবান্নের সামনের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ডের (নবান্নের পিছনের দিকে) কাছে প্রস্তাবিত ধর্না অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।”
এর প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক বাতাবরণ বজায় রাখতে বিজেপি বিধায়করা যত দূর যাওয়ার যাবেন।”
কিন্তু বেশি রাতে বিজেপি-র তরফে ঘোষণা করা হয়, তারা সভা করবে না। দলের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশে জানানো হয়, “ইডির তদন্তে বাধা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে আগামীকাল মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনে ধর্ণা কার্যক্রমটি স্থগিত করা হয়েছে।
ধর্ণার স্থানটি যাতে নবান্নের সামনেই হয় সেই আরজি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবেন বিজেপির প্রতিনিধিগণ।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত