
কলকাতা, ১৬ জানুয়ারি, (হি স): “বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।” শুক্রবার সকালে এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “বাঙালি জীবনের অন্তহীন মায়া, সুখ-দুঃখ আর সামাজিক বাস্তবতাকে তিনি যেভাবে পরম মমতায় তাঁর লেখনীতে ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বসাহিত্যে এক অনন্য নিদর্শন। ‘শ্রীকান্ত’, ‘পল্লীসমাজ’, ‘পথের দাবী’, ‘দেবদাসের’ মতো তাঁর অজস্র কালজয়ী সৃষ্টি আজও আমাদের হৃদয়ে অম্লান।
আমরা চাই, আগামী প্রজন্ম এই প্রবাদপ্রতিম মানুষটির জীবন ও সৃষ্টি সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারুক। তাই আমাদের সরকার এই মহান শিল্পীর স্মৃতিধন্য স্থানগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে। হাওড়ায় রূপনারায়ণের তীরে দেউলটি-সামতাবেড়ে-পানিত্রাসের তাঁর 'হেরিটেজ' বাড়িটিকে আমরা সাজিয়ে দিয়েছি। নিত্যদিন অসংখ্য মানুষ তা দেখতে যান। পর্যটকদের সুবিধার জন্য রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা সহ সবকিছু করে দেওয়া হয়েছে।
ওখানে একটি ‘শরৎ স্মৃতি উদ্যান ও ইনফর্মেশন সেন্টার'-ও করা হচ্ছে। এছাড়া হুগলির দেবানন্দপুরে তাঁর জন্মভিটে সংস্কারের কাজও শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হলে দেবানন্দপুরও পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত