শুক্রবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সফরের প্রথম বড় কর্মসূচি রয়েছে শুক্রবার বিকেলে। মাটিগাড়ায়
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সফরের প্রথম বড় কর্মসূচি রয়েছে শুক্রবার বিকেলে। মাটিগাড়ায় ‘মহাকাল মন্দির’-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ১০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন প্রায় ১৭ একর জমির ওপর এই বিশাল মন্দির ও আধ্যাত্মিক তীর্থক্ষেত্রটি গড়ে তোলা হবে। গত অক্টোবর মাসে পাহাড়ে ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এই মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মন্দির প্রকল্পটি| এই মন্দিরে শিবের বিশাল মূর্তির পাশাপাশি একটি কনভেনশন সেন্টারও থাকবে। ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে পর্যটনকেও এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে উত্তরবঙ্গের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শনিবার জলপাইগুড়ির পাহাড়পুরে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন তিনি। ২০১৯ সাল থেকে স্টেশন রোডের অস্থায়ী ভবনে এই বেঞ্চের কাজ চললেও, এবার নিজস্ব স্থায়ী পরিকাঠামো পাচ্ছে এই বিচার বিভাগ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande