
কলকাতা, ১৬ জানুয়ারি, (হি স): বাংলাদেশের ঘোষিত নির্বাচনকে ‘গণতন্ত্রবিরোধী প্রহসন’ বলে চিহ্ণিত করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “বড় একটি রাজনৈতিক দলকে বাতিল করে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটি নিতান্তই একটি গণতন্ত্রবিরোধী প্রহসন। তার ওপর গণভোট চাপিয়ে দেওয়া আরও বড় গণপ্রতারণা। সব মিলিয়ে গণতন্ত্রের নামে যা শুরু হয়েছে, তা বড় একখানা গণতামাশা ছাড়া আর কিছু নয়।”
প্রতিক্রিয়ায় প্রায় সকলেই সমর্থন করেছেন তসলিাকে। আশিক মহম্মদ রহমান লিখেছেন, “শরিয়া আইন কয়েম করতে চাচ্ছে ওরা।”
চৌধুরী রিপন আমীন লিখেছেন, “বাংলাদেশিদের প্রকৃত গণতান্ত্রিক সেকুলার মানবিক মানুষ বানাতে হলে দেশে একবার ইশলামিক সরকার আসা দরকার। একবার ইসলামিক সরকার এসে গেলে, কিছুদিন পরেই ইসলামিক সরকার বিষয়ক ফ্যান্টাসির অর্গাজমের ভূত দূর হয়ে বোধ আসবে।”
উজ্জ্বল বিশ্বাস লিখেছেন, “আমেরিকা বাংলাদেশকে আফগান সিরিয়া মডেলে- নয় গনতন্ত্র, নয় শরিয়া, এক কথায় অকার্যকর রাস্ট্রে পরিনত করতে যাচ্ছে বার্মা অ্যাক্ট বাস্তবায়নে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত