গ্রামজী ও বীজ বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ সিপিআইএম লিবারেশনের
বাঁকুড়া, ১৬ জানুয়ারি (হি.স.) : গ্রামজী আইন ও নতুন বীজ বিলের বিরুদ্ধে কপি পুড়িয়ে প্রতিবাদ জানাল সিপিআই (এম-এল) লিবারেশন। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সারা দেশব্যাপী প্রতিবাদ দিবসের সমর্থনে শুক্রবার বাঁকুড়া শহরের মাচানতলা আকাশমুক্ত মঞ্চে সিপিআই (এ
গ্রামজী ও বীজ বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ সিপিআইএম লিবারেশনের


বাঁকুড়া, ১৬ জানুয়ারি (হি.স.) : গ্রামজী আইন ও নতুন বীজ বিলের বিরুদ্ধে কপি পুড়িয়ে প্রতিবাদ জানাল সিপিআই (এম-এল) লিবারেশন। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সারা দেশব্যাপী প্রতিবাদ দিবসের সমর্থনে শুক্রবার বাঁকুড়া শহরের মাচানতলা আকাশমুক্ত মঞ্চে সিপিআই (এম-এল) লিবারেশনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাস্থলেই সংশ্লিষ্ট দুই বিলের কপিতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, মেহনতি মানুষের শ্রমশক্তিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমিক ও কৃষক-বিরোধী আইন আনছে। কেন্দ্রের বিজেপি সরকার উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে পরাজিত হয়ে ন্যূনতম কাজের আইনি অধিকার কেড়ে নিতে নারেগা আইন বাতিল করে ‘গ্রামজী’ নামে নতুন আইন এনেছে। এর ফলে চাহিদাভিত্তিক কাজের পরিবর্তে প্রকল্পভিত্তিক কাজ চালু করা হয়েছে এবং আর্থিক দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, নতুন বীজ বিলের মাধ্যমে বীজের বাজার দেশি-বিদেশি কর্পোরেট সংস্থার জন্য উন্মুক্ত করে কৃষকদের স্বার্থ বিপন্ন করা হচ্ছে। পাশাপাশি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নোটবন্দির মতো ভোটার তালিকা ‘বন্দি’ করে গরিব ও মেহনতি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলা হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষক নেতা রাম নিবাস বাস্কে, সিপিআই (এম-এল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু বন্দ্যোপাধ্যায়, সিপিআই নেতা ভাস্কর সিনহা ও এআইটিইউসি নেতা সঞ্জু বরাট। তাঁরা শ্রমিক-বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালনের আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক সোমরাজ মুখোপাধ্যায় ও বিষ্ণুপুর আদালতের আইনজীবী সায়ন্তন রায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande