মুর্শিদাবাদে কর্মরত সাংবাদিক নিগ্রহে সরব শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স. ): “পশ্চিমবঙ্গে আইনি শাসন নেই শাসকের আইন প্রতিষ্ঠিত আজ তার বেনজির দৃষ্টান্ত আবারো দেখলো পশ্চিমবঙ্গবাসী।” মুর্শিদাবাদে কর্মরত সাংবাদিক নিগ্রহে প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী। তিনি এক্সবার্তায় শুক্রবার লিখেছেন, “আজ মুর্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স. ): “পশ্চিমবঙ্গে আইনি শাসন নেই শাসকের আইন প্রতিষ্ঠিত আজ তার বেনজির দৃষ্টান্ত আবারো দেখলো পশ্চিমবঙ্গবাসী।” মুর্শিদাবাদে কর্মরত সাংবাদিক নিগ্রহে প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী।

তিনি এক্সবার্তায় শুক্রবার লিখেছেন, “আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উন্মত্তকারীদের রোষানলে মহিলা সাংবাদিক সোমা মাইতি। ওনাকে পুলিশের সামনেই মারা হয়েছে, সাংবাদিকের কাজ নির্ভুল সংবাদ জনমানসে তুলে ধরা, তিনি তাঁর সেই কাজটুকু করতেই সেখানে গেছিলেন। বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করছি।

মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি রাজ্যবাসীকে মিথ্যা প্ররোচনা দেওয়ার থেকে বিরত থাকুন। রাজ্য কে অশান্তির আগুনে ঠেলে দিয়ে রাজনৈতিক রুটি সেঁকা বন্ধ করুন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande