নয়া বিচারপতি সুজয় পালকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৬ জানুয়ারি, (হি স): কলকাতা হাই কোর্টে নয়া প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত বিচারপতি সুজয় পালকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতা হাইকোর্টের মাননীয
নয়া বিচারপতি সুজয় পালকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১৬ জানুয়ারি, (হি স): কলকাতা হাই কোর্টে নয়া প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত বিচারপতি সুজয় পালকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের জন্য বিচারপতি শ্রী সুজয় পালকে আন্তরিক অভিনন্দন। বিচারপতি পালকে আমি এই প্রধান বিচারপতির আসনে স্বাগত জানাই।”

দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলানো বিচারপতি সুজয় পাল স্থায়ীভাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে তাঁর নাম এই গুরুত্বপূর্ণ পদে সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি সুজয় পাল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande