
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : দিল্লির বাঁশেরা পার্কে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার উপস্থিতিতে তৃতীয় আন্তর্জাতিক পতঙ্গ উৎসবের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি বিজ্ঞপ্তিতে বলেন, “পতঙ্গ উৎসব আমাদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ দেয়। যদিও এই উৎসব দিল্লির জন্য নতুন, তবুও গলি, বাড়ি এবং ছাদে পতঙ্গ উড়ানোর আনন্দ প্রতিটি দিল্লিবাসীর শৈশবের সু আজও বেঁচে আছে। এই উৎসব সেই মধুর স্মৃতিগুলো আবারও জীবন্ত করে তোলে।”
তিনি আরও বলেন, “পতঙ্গের সুতাে আমাদের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—সফলভাবে এগোতে গেলে আমাদের সংস্কার, মূল্যবোধ ও দেশের প্রতি দায়িত্ব কখনও ছাড়তে হবে না। এই দর্শনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ‘উন্নয়নও, ঐতিহ্যও’—দুই দিকেই অগ্রসর হচ্ছে এবং বিশ্বে আলাদা পরিচয় তৈরি করছে।”
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সব আয়োজনকারী এবং উজ্জ্বল এই সাংস্কৃতিক উৎসবের আয়োজনের জন্য দিল্লিবাসীর পক্ষ থেকে উপ-রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য