
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : মহানগরীর জনবহুল তপসিয়া এলাকায় শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানায় সোফা তৈরির প্রচুর সরঞ্জাম মজুত ছিল। কাঠ, ফোম, রেক্সিন এবং আঠার মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই তা বীভৎস রূপ ধারণ করে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় দূর থেকেও আগুনের ভয়াবহতা বোঝা যাচ্ছিল।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং কারখানার ভেতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। দমকল আধিকারিকদের প্রধান লক্ষ্য ছিল যাতে আগুন পাশের বসতবাড়িগুলোতে ছড়িয়ে না পড়ে।
প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নি-নির্বাপণ ব্যবস্থা কতটা সচল ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সোনালি