
কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): বেলডাঙায় বিক্ষোভকারী ‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ’ বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার ঘটনায় আরও একবার ক্ষোভপ্রকাশ করে বিজেপিকেও দুষলেন তিনি।
উত্তরবঙ্গে যাওয়ার পথে শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “বেলডাঙায় জানেন কাদের প্ররোচনা আছে। আমি কিছু বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার। পবিত্র বার। যেমন শিবেরও বার। দুর্গার বার। সন্তোষী মাতার বার। জুম্মার নমাজ হয়। ধরুন দুর্গাপুজো দেখতে এসেছেন কোটি কোটি লোক। তাঁদের মাঝে যদি মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে।
ফ্রাইডে জুম্মাবার এমনিই সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে। সেখানে সবাই ফ্রাইডের জুম্মাবার নমাজ পড়তে এসেছে। যদি কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উসকে দেয়। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও এর জন্য ক্ষুব্ধ।”
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে জ্বলছে বেলডাঙা। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ, ট্রেন অবরোধে উত্তপ্ত গোটা এলাকা। উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত