
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির পুণ্য লগ্নকে সামনে রেখে নদিয়া জেলার মায়াপুরের শ্রীনাথপুরে মহাসমারোহে উদ্বোধন করা হলো নবনির্মিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দির। গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের নির্দেশনায় শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিনের এক বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, যা আগামী রবিবার পর্যন্ত চলবে।
শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরের সন্নিকটে এই মন্দির প্রতিষ্ঠা বৈষ্ণব ভক্তসমাজের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে, শ্রীচৈতন্য মহাপ্রভু 'গৌর' এবং নিত্যানন্দ মহাপ্রভু 'নিতাই' নামে পূজিত হন। উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্য থেকে আসা হাজার হাজার ভক্ত ও সাধু-সন্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ এখন কার্যত এক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে।
প্রায় পাঁচ একর জমির ওপর মাত্র দেড় বছরের মধ্যে এই সুদৃশ্য মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরে শ্রী গৌর-নিতাই ছাড়াও জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং নৃসিংহদেব-সহ একাধিক দেবতার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে।
উৎসবের দিনগুলিতে প্রতিদিন সকাল থেকেই চলছে বিশেষ পুজো এবং নামসংকীর্তন। দিনভর কয়েক হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে থাকছে বৃন্দাবন থেকে আসা শিল্পীদের পরিবেশিত ধর্মীয় নাটক এবং ভক্তিগীতি, যা গোটা এলাকাকে এক মায়াবী ও আধ্যাত্মিক পরিবেশে ভরিয়ে তুলেছে।
আয়োজক কমিটির মতে, এই নবনির্মিত মন্দিরটি আগামী দিনে মায়াপুরের আধ্যাত্মিক মানচিত্রে যেমন বিশেষ স্থান করে নেবে, তেমনই এলাকার সাংস্কৃতিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত