
প্রয়াগরাজ, ১৬ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় কুয়োয় মিলল মা ও শিশুকন্যার দেহ। শুক্রবার সকালে কৌন্ধিয়ারা থানার অন্তর্গত বাদগোহনা গ্রামে বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরের একটি কুয়ো থেকে এক মা ও তাঁর ছয় মাসের কন্যাসন্তানের নিথর দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ গ্রামবাসীদের সহায়তায় দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মহিলা সোনম প্যাটেল (৩৫) ও তাঁর ছয় মাসের কন্যার মৃত্যু নিয়ে বাপেরবাড়ির পক্ষ থেকে হত্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা মনে করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।
এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত সোনমের ভাই অভিযোগ করেন, টাকা নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশের পর পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য