
প্রয়াগরাজ, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক যুবককে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যান্টনমেন্ট থানা এলাকার বেলি অঞ্চলের বাসিন্দা সাদ্দামকে বৃহস্পতিবার রাতে লক্ষ্য করে গুলি চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাদ্দামকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, আহত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
আহত যুবকের পরিবারের অভিযোগ, প্রাক্তন নেতা ও মাফিয়া আতিক আহমেদের ঘনিষ্ঠ আমির ভুট্টো ও তার সহযোগীরা জমি দখলকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাদ্দামকে খুনের চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আমির ভুট্টোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিন বছর আগে ‘অপারেশন মাফিয়া’-র আওতায় বেলি এলাকায় তাঁর একটি লজে বুলডোজার অভিযান চালানো হয়েছিল।
ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য