
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : চার দিনের বর্ণাঢ্য ছাত্র উৎসব 'একাম ২০২৬'-এর সমাপ্তি পর্বেও ছিল জমজমাট ভিড়। শুক্রবার বারাসতের অ্যাডামাস নলেজ সিটিতে ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারেরই প্রতিফলন ফুটে উঠল এই উৎসবের শেষ দিনেও।
উল্লেখ্য, এদিন সমাপনী অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নতুন মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও অতিথিদের অংশগ্রহণে এই শোভাযাত্রা একতা ও দলগত চেতনার বার্তা দেয়। 'অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স'-এর উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক ও ট্রফি তুলে দেওয়া হয়।
উৎসবের এই চার দিনে সংগীত, নৃত্য, নৃত্যনাট্য, ফ্যাশন শো ও নানা সৃজনশীল প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে। আয়োজকদের মতে, 'একাম' কেবল একটি উৎসব নয়, বরং ছাত্রনেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতার এক মিলনমঞ্চ। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর শমিত রায় জানান, 'একাম' অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শনেরই প্রতিচ্ছবি। 'একাম ২০২৬' সেই পুরনো ঐতিহ্যকে আরও একবার সমৃদ্ধ করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত