বর্ণাঢ্য ছাত্র উৎসব 'একাম'-এর সমাপ্তি: ৪ দিনের অনুষ্ঠানে অভূতপূর্ব সাড়া
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : চার দিনের বর্ণাঢ্য ছাত্র উৎসব ''একাম ২০২৬''-এর সমাপ্তি পর্বেও ছিল জমজমাট ভিড়। শুক্রবার বারাসতের অ্যাডামাস নলেজ সিটিতে ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সর
'একাম'- ৪ দিনের উৎসবের পরিসমাপ্তি ঘটেছে


কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.) : চার দিনের বর্ণাঢ্য ছাত্র উৎসব 'একাম ২০২৬'-এর সমাপ্তি পর্বেও ছিল জমজমাট ভিড়। শুক্রবার বারাসতের অ্যাডামাস নলেজ সিটিতে ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারেরই প্রতিফলন ফুটে উঠল এই উৎসবের শেষ দিনেও।

​উল্লেখ্য, এদিন সমাপনী অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নতুন মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও অতিথিদের অংশগ্রহণে এই শোভাযাত্রা একতা ও দলগত চেতনার বার্তা দেয়। 'অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স'-এর উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক ও ট্রফি তুলে দেওয়া হয়।

​উৎসবের এই চার দিনে সংগীত, নৃত্য, নৃত্যনাট্য, ফ্যাশন শো ও নানা সৃজনশীল প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে। আয়োজকদের মতে, 'একাম' কেবল একটি উৎসব নয়, বরং ছাত্রনেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতার এক মিলনমঞ্চ। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর শমিত রায় জানান, 'একাম' অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শনেরই প্রতিচ্ছবি। 'একাম ২০২৬' সেই পুরনো ঐতিহ্যকে আরও একবার সমৃদ্ধ করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande