সোয়াই মাধোপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩
সোয়াই মাধোপুর, ১৬ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের সোয়াই মাধোপুরে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোটা-লালাসোট জাতীয় সড়কের কুস্তলা সার্কেলের কাছে । দুর্ঘটনায় প্রাণ হারায় তিনজন । এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে একজন । মৃতদের মধ্যে দু
সোয়াই মাধোপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩


সোয়াই মাধোপুর, ১৬ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের সোয়াই মাধোপুরে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোটা-লালাসোট জাতীয় সড়কের কুস্তলা সার্কেলের কাছে । দুর্ঘটনায় প্রাণ হারায় তিনজন । এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে একজন । মৃতদের মধ্যে দুজনের নাম সুনীল কুমার পান্ডে এবং ভবানী। তৃতীয়জনের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি ।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি ট্রাক সোয়াই মাধোপুর থেকে আসছিল, অন্যটি আসছিল ৮-লেন এক্সপ্রেসওয়ে থেকে নেমে জাতীয় সড়কের দিকে । কুস্তলা সার্কেলের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল , বিস্ফোরণের শব্দে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় দুটি ট্রাক। ট্রাকে থাকা চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande