
মুর্শিদাবাদ, ১৬ জানুয়ারি, (হি স): প্রহারে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে বিহারে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম, আলাই শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের শ্রমিক হওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছিল। এই অভিযোগ ঘিরেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তাঁর রহস্যমৃত্যুকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙা । মৃতদেহ গ্রামে ফেরার পরেই পথে নামেন গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়ে সুজাপুর কুমারপুর এলাকা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত