(আপডেট) সকাল থেকে জাতীয় সড়ক অবরোধের সঙ্গে রেল রোকো কর্মসূচি মুর্শিদাবাদে
মুর্শিদাবাদ, ১৬ জানুয়ারি, (হি স): বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে মৃত্যুর জেরে ক্ষুব্ধ প্রতিবাদীরা শুক্রবার রেল রোকো কর্মসূচিতে অংশ নেয়। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তাঁর ভাড়া নেওয়া ঘর থেকেই তাঁর মৃতদেহ উদ্
(আপডেট) সকাল থেকে জাতীয় সড়ক অবরোধের সঙ্গে রেল রোকো কর্মসূচি মুর্শিদাবাদে


মুর্শিদাবাদ, ১৬ জানুয়ারি, (হি স): বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে মৃত্যুর জেরে ক্ষুব্ধ প্রতিবাদীরা শুক্রবার রেল রোকো কর্মসূচিতে অংশ নেয়।

বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তাঁর ভাড়া নেওয়া ঘর থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার বেলডাঙা রেলস্টেশনেও অবরোধ করেন বিক্ষোভকারীদের একাংশ। ফলে লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল ব্যাহত হয়। রেললাইনে বাঁশ ফেলে দিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

এর পাশাপাশি, বিক্ষুব্ধরা ডালখোলা-বকখালি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর ফলে জাতীয় সড়কে তীব্র যানজট হয়। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বহু গাড়ি আটকে পড়ে।

বিক্ষোভকারীদের দাবি, মুখ্যমন্ত্রী এসে তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। এই লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande