নকল ট্রাফিক ই-চালানের মেসেজ পাঠিয়ে সাইবার প্রতারণা, সতর্কবার্তা রাজস্থান পুলিশের
জয়পুর, ১৬ জানুয়ারি (হি.স.): রাজস্থানে নকল ট্রাফিক ই-চালানের মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার অপরাধীরা। এই ধরনের ঘটনার সংখ্যা বাড়তে থাকায় রাজস্থান পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার জন্য বিশেষ পরামর্শ জারি কর
নকল ট্রাফিক ই-চালানের মেসেজ পাঠিয়ে সাইবার প্রতারণা, সতর্কবার্তা রাজস্থান পুলিশের


জয়পুর, ১৬ জানুয়ারি (হি.স.): রাজস্থানে নকল ট্রাফিক ই-চালানের মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার অপরাধীরা। এই ধরনের ঘটনার সংখ্যা বাড়তে থাকায় রাজস্থান পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার জন্য বিশেষ পরামর্শ জারি করা হয়েছে।

শুক্রবার রাজস্থান পুলিশের ডিআইজি বিকাশ শর্মা জানিয়েছেন, ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে রাজ্য পুলিশ বৈধভাবে ই-চালান জারি করে। তবে সাইবার অপরাধীরা এই ব্যবস্থার সুযোগ নিয়ে সাধারণ মানুষের মোবাইলে নকল ই-চালানের মেসেজ পাঠাচ্ছে। মেসেজে থাকা লিঙ্কে দ্রুত জরিমানা দেওয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে। লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী একটি নকল ওয়েবসাইটে প্রবেশ করেন। সেখানে জরিমানা পরিশোধের সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে মোবাইলে একটি ক্ষতিকর অ্যাপ ইনস্টল হয়ে যায়, যার মাধ্যমে প্রতারকরা ব্যক্তিগত তথ্য এবং ওটিপি-সহ সংবেদনশীল তথ্যের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়।

রাজস্থান পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে এবং ই-চালান সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত মাধ্যমে যাচাই করার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande