চুড়াইবাড়ি সড়ক প্রশস্তকরণ ও বিদ্যুৎ নিয়ে অসম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রিদের আলোচনা
আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে চুড়াইবাড়ি এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার আগরতল
আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে চুড়াইবাড়ি এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এ কথা জানান।

দু’দিনের রাজ্য সফরে বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরায় আসেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই বৈঠকে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা হয়।

বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল চুড়াইবাড়িতে অসম প্রান্তের সড়ক প্রশস্তকরণ। পাশাপাশি ত্রিপুরা প্রান্তের সড়কও প্রশস্ত করা হবে বলে তিনি জানান। সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট সমস্যা থাকায় তা নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এছাড়াও বিদ্যুৎ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অসমের কাছে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে এবং সেই বিদ্যুৎ ত্রিপুরাকে দিতে আগ্রহী অসমের মুখ্যমন্ত্রী। তবে ত্রিপুরারও বর্তমানে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে, যা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে সরবরাহ করা হচ্ছে। আগামী মার্চ মাসে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি। সে সময় অসমের বিদ্যুৎ বিষয়টিও বাংলাদেশ প্রশাসনের কাছে তুলে ধরা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande