নিপা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই, ত্রিপুরা সরকার সম্পূর্ণ প্রস্তুত : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে দুই ব্যক্তির আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। রাজ্যের বিভিন্ন মহলে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় প্রশাসনকে আগাম সতর্কতামূলক
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে দুই ব্যক্তির আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। রাজ্যের বিভিন্ন মহলে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

শুক্রবার আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিপা ভাইরাস নিয়ে রাজ্যে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রাজ্য সরকার বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, এখনও পর্যন্ত ত্রিপুরায় নিপা ভাইরাসে আক্রান্ত বা সংক্রমণের কোনও রিপোর্ট পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিস্থিতির উপর রাজ্য সরকার নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিপা ভাইরাস সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানো হয়। সেখানে জানানো হয়, রাজ্যে এখনও পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও তথ্য নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং প্রতিটি জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande