
শিলিগুড়ি, ১৬ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ঘুঘুমাড়ি এলাকায় এক যুবকের গলায় ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। পুরনো শত্রুতার জেরে এমডি তাইজুল নামে এক যুবকের গলায় ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তপন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই যুবক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তপন ও এমডি তাইজুলের মধ্যে কোনও পুরনো বিষয় নিয়ে বিবাদ বাধে। সেই সময় পরিস্থিতি শান্ত হয়ে গেলেও, রাতে তার ভয়ঙ্কর পরিণতি দেখা যায়। বৃহস্পতিবার রাতে ঘুঘুমাড়ি ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আহত যুবক তাইজুল তার বন্ধুদের সঙ্গে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই সেখানে উপস্থিত হয় অভিযুক্ত তপন। কিছু বুঝে ওঠার আগেই সে তাইজুলের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাইজুল মাটিতে লুটিয়ে পড়লে তার বন্ধুরা তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের গলায় সাতটি সেলাই পড়েছে।
ঘটনার পর আক্রান্ত যুবকের বাবা ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তপনের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই ঘটনার পর থেকে ঘুঘুমাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি