অশোক পাসোয়ান হত্যাকাণ্ড : চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৭ জানুয়ারি ( হি. স.) : কলকাতার দক্ষিণ শহরতলির চেতলা এলাকায় যুবক অশোক পাসোয়ানকে নৃশংসভাবে খুনের ঘটনায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনাটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের অন্তর্গত ছিল। আলিপুর আদা
অশোক পাসোয়ান হত্যাকাণ্ড : চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ


কলকাতা, ১৭ জানুয়ারি ( হি. স.) : কলকাতার দক্ষিণ শহরতলির চেতলা এলাকায় যুবক অশোক পাসোয়ানকে নৃশংসভাবে খুনের ঘটনায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনাটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের অন্তর্গত ছিল। আলিপুর আদালতে পেশ করা এই চার্জশিটে খুনের নেপথ্যে থাকা প্রকৃত কারণও স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে চেতলার ১৭ নম্বর বাস স্ট্যান্ডের কাছে প্রকাশ্য রাস্তায় বসে মদ্যপান করার সময় বচসায় জড়িয়ে পড়েছিলেন অশোক পাসোয়ান ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, সেই বিবাদের জেরেই তাঁর এক সঙ্গী হঠাৎ একটি লোহার রড দিয়ে অশোকের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে অশোক রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার দৌড়েছিলেন, কিন্তু যন্ত্রণায় ছটফট করতে করতে মাঝরাস্তাতেই লুটিয়ে পড়েন। তাঁকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তদন্ত শেষে পুলিশ সুরজিৎ হালদার এবং তাপস পাল নামক দুই যুবককে গ্রেফতার করে। ৮৫ পাতার এই চার্জশিটে তাঁদেরকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চার্জশিটে মোট ৩০ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের একজনের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বা বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় সেই বচসা চরমে পৌঁছালে প্রাণঘাতী হামলা চালানো হয়।

মেয়রের নিজের এলাকায় এমন চাঞ্চল্যকর খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার গুরুত্ব বিচার করে তৎক্ষণাৎ চেতলা থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় অমিতাভ সরকারকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande