
বিশালগড় (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : শনিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অভয়ারণ্যে থাকা বিভিন্ন প্রজাতির পশু, পাখি ও সরীসৃপ প্রাণীদের খাদ্যব্যবস্থা, আবাসস্থলের পরিচ্ছন্নতা এবং চিকিৎসা পরিষেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, সিপাহীজলা অভয়ারণ্য সবুজে ঘেরা এক আদর্শ বিনোদন কেন্দ্র। এই অভয়ারণ্যের মাধ্যমে সাধারণ মানুষ বন্যপ্রাণী সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ত্রিপুরার পর্যটন সম্ভাবনা প্রসঙ্গে রাজ্যপাল জানান, দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে রাজ্যে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ত্রিপুরার পর্যটনস্থলগুলির প্রাকৃতিক সৌন্দর্যকে সারাদেশে আরও ব্যাপকভাবে প্রচারের জন্য রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
এই পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্রকিশোর জমাতিয়া, সিপাহীজলা অভয়ারণ্যের পিসিসিএফ প্রবীণ আগরওয়াল, লোক ভবনের যুগ্ম সচিব জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ