
কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : শনিবার ভর সন্ধ্যায় হঠাৎ করেই জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কসবা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের বাড়ির জানলার কাচ রীতিমতো ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে তুবড়ি বানানোর কাজ চলছিল এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইউটিউব দেখে এবং সেই ভিডিওর নির্দেশিকা মেনেই ওই তুবড়ি তৈরি করা হচ্ছিল।
পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানের অর্ডারের জন্য ওই তুবড়ি তৈরির কাজ চলছিল। তুবড়িতে দাহ্য মশলা ভরার সময়েই আচমকা বিস্ফোরণ ঘটে। ইউটিউব দেখে মশলা কিনে তুবড়ি বানানো হচ্ছিল কি না, সেই বিষয়ে আরও নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছেন পুলিশ অফিসাররা। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি