মহারাষ্ট্রে পুরভোটে বিজেপির জয় ১,৪২৫টি আসনে, শিবসেনার ঝুলিতে ৩৯৯
মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের ২৯টি পৌরসভার মোট ২,৮৬৯টি আসনের মধ্যে বিজেপি ১,৪২৫টি আসন জিতেছে; শিবসেনার ঝুলিতে ৩৯৯টি আসন এবং এনসিপি জিতেছে ১৬৭টি আসন। এদিকে, বৃহন্মুম্বই পৌরসভা নির্বাচনের ২২৭টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএমসি নির
মহারাষ্ট্রে পুরভোটে বিজেপির জয় ১,৪২৫টি আসনে, শিবসেনার ঝুলিতে ৩৯৯


মহারাষ্ট্রে পুরভোটে বিজেপির জয় ১,৪২৫টি আসনে, শিবসেনার ঝুলিতে ৩৯৯


মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের ২৯টি পৌরসভার মোট ২,৮৬৯টি আসনের মধ্যে বিজেপি ১,৪২৫টি আসন জিতেছে; শিবসেনার ঝুলিতে ৩৯৯টি আসন এবং এনসিপি জিতেছে ১৬৭টি আসন। এদিকে, বৃহন্মুম্বই পৌরসভা নির্বাচনের ২২৭টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএমসি নির্বাচনে, ২২৭টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৮৯টি ওয়ার্ডে জিতেছে।

এছাড়াও বিএমসি নির্বাচনে শিবসেনা (ইউবিটি) ৬৫টি ওয়ার্ডে, শিবসেনা ২৯টি ওয়ার্ডে, কংগ্রেস ২৪টি ওয়ার্ডে, এআইএমআইএম ৮টি ওয়ার্ডে, এমএনএস ৬টি ওয়ার্ডে, এনসিপি ৩টি ওয়ার্ডে, এসপি ২টি ওয়ার্ডে এবং এনসিপি-এসপি ১টি ওয়ার্ডে জিতেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande