ইন্দোরের ভগীরথপুরার হাসপাতালে রাহুল, দেখা করলেন অসুস্থদের সঙ্গে
ইন্দোর, ১৭ জানুয়ারি (হি.স.): সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরার দূষিত জল খেয়ে অনেকের মৃত্যু হয়, এছাড়াও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার অসুস্থদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি থেকে শনিবারই ইন
ইন্দোরের ভগীরথপুরার হাসপাতালে রাহুল, দেখা করলেন অসুস্থদের সঙ্গে


ইন্দোর, ১৭ জানুয়ারি (হি.স.): সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরার দূষিত জল খেয়ে অনেকের মৃত্যু হয়, এছাড়াও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার অসুস্থদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি থেকে শনিবারই ইন্দোরে পৌঁছন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখান থেকে সোজা যান ভগীরথপুরার হাসপাতালে। দূষিত জল পান করে অসুস্থরা ভর্তি রয়েছেন এখানেই। তাঁদের সঙ্গে দেখা করেন রাহুল। বেশ কিছুক্ষণ কথাও বলেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাহুল গান্ধী।

পরে রাহুল বলেন, এই জলের ট্যাঙ্কটি এই সত্যের প্রতীক যে, এখানে এখনও স্বচ্ছ জল নেই। এই এলাকা থেকে মনোযোগ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আগের মতো হয়ে যাবে। এখানকার স্থানীয়রা কেবল নিয়মতান্ত্রিক কাজ করার এবং পরিষ্কার জল সরবরাহের জন্য অনুরোধ করছে। তারা অযৌক্তিক কিছু চাইছে না। তারা চায় সরকার নিজস্ব দায়িত্ব পালন করুক। আমি তাঁদের সমর্থন করতে এখানে এসেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande