
মালদা, ১৭ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। এর ফলে হাওড়া ও গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় ১৪ ঘন্টায় কমে আসবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রীদের আরামদায়ক যাত্রার পাশাপাশি নিরাপত্তাও প্রদান করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক প্রবৃদ্ধি বৃদ্ধি করবে।
প্রধানমন্ত্রী শনিবার দুপুরে মালদা টাউন স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী এদিন অত্যাধুনিক এই ট্রেনটি ঘুরে দেখেন, কথা বলেন ট্রেনে সফররত স্কুল পড়ুয়াদের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ