এমজিএনরেগা পুনর্বহালের দাবিতে ত্রিপুরায় কংগ্রেসের আন্দোলন কর্মসূচি ঘোষণা
আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পাশাপাশি সর্বভারতীয় স্তরে চারটি জোনাল সমাবেশের আয়োজন করবে জাতীয় কংগ্রেস। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার আগরতলায় প্রদে
কংগ্রেসের বৈঠক


আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পাশাপাশি সর্বভারতীয় স্তরে চারটি জোনাল সমাবেশের আয়োজন করবে জাতীয় কংগ্রেস। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস দলের পরিষদীয় নেতা তথা বিধায়ক বীরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, কংগ্রেস দলের সিডাব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী-সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, কেন্দ্রীয় সরকার এমজিএনরেগা আইন বাতিল করে ‘ভিবি জি-রাম-জি’ নামে একটি নতুন আইন প্রণয়ন করেছে। এই বিল ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। এর প্রতিবাদে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিনব্যাপী দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে, যার নামকরণ করা হয়েছে ‘এমজিএনরেগা বাঁচাও সংগ্রাম’।

তিনি আরও জানান, এই আন্দোলনের অঙ্গ হিসেবে সর্বভারতীয় স্তরে চারটি জোনাল সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ত্রিপুরায়ও রাজ্যভিত্তিক একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলি সফল করে তুলতে রাজ্যের সকল স্তরের কংগ্রেস কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, এমজিএনরেগা থেকে রাজ্যের প্রায় নয় লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। এই বঞ্চিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করেই আন্দোলন সংগঠিত করা হবে।

সূত্রের খবর, আগামীদিনে প্রদেশ কংগ্রেসের অধীন সবগুলি সাংগঠনিক জেলায় এ ধরনের বৈঠক আহ্বান করা হবে। প্রতিটি বৈঠকে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি ও মহকুমা কমিটির অধীনেও ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande