বুদগামে তিন মাদক পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৪ কেজি মাদক
বুদগাম, ১৭ জানুয়ারি (হি.স.) : বুদগাম, ১৭ জানুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় পৃথক দুটি অভিযানে তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ​শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাগ
বুদগামে তিন মাদক পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৪ কেজি মাদক


বুদগাম, ১৭ জানুয়ারি (হি.স.) : বুদগাম, ১৭ জানুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় পৃথক দুটি অভিযানে তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

​শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাগাম ও হার্ডপাঞ্জু এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযানের সময় এই সাফল্য মিলেছে। প্রথম অভিযানে বাটপোরা ক্রসিংয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালালে তার কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

​অন্য এক অভিযানে, হার্ডপাঞ্জু থানার অন্তর্গত বোনিজনিগাম গ্রামে দুটি সন্দেহজনক ব্যাগসহ দুই যুবককে পাকড়াও করা হয়। তাদের ব্যাগ থেকে ২ কেজিরও বেশি গাঁজা উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande