
আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের আসন্ন উপনির্বাচনের জন্য ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২২ জানুয়ারি, ২০২৬।
খসড়া ভোটার তালিকার প্রতিলিপি ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে, সমস্ত তহশিল অফিসে, নির্বাচক নিবন্ধন আধিকারিক তথা মহকুমা শাসকের কার্যালয়ে এবং জেলা নির্বাচন আধিকারিক (ডি.এম.)-এর কার্যালয়ে পরিদর্শনের জন্য থাকবে। এছাড়াও, ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের ওয়েবসাইটে অনলাইনে খসড়া ভোটার তালিকা দেখা যাবে।
বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২২ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা আপত্তি জানানোর জন্য দাবি ও আপত্তি দাখিল করা যাবে ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত। প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার)। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার)।
এই উপলক্ষ্যে মুখ্য নির্বাচন আধিকারিক শনিবার সকল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচির বিস্তারিত সময়সূচি রাজনৈতিক দলগুলিকে অবহিত করেন এবং এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ০১ জানুয়ারি, ২০২৬-কে ভিত্তি বছর ধরে ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের সকল যোগ্য ভোটারের নাম নির্ভুলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নির্বাচন দফতরের পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। বিশ্ববন্ধু সেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ছিলেন। তাঁর প্রয়াণে ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই নির্বাচন কমিশনের তৎপরতা শুর হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ