ফটিকরায়য়ে অদ্বৈত মল্লবর্মন জন্মজয়ন্তী ও আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ
ফটিকরায় (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলাভিত্তিক অদ্বৈত মল্লবর্মন জন্মজয়ন্তী ও তপশিলি ছাত্রছাত্রীদের ড. বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তপশিলি জাতি ক
অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস


ফটিকরায় (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলাভিত্তিক অদ্বৈত মল্লবর্মন জন্মজয়ন্তী ও তপশিলি ছাত্রছাত্রীদের ড. বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, বাংলা সাহিত্যের কিংবদন্তি অদ্বৈত মল্লবর্মন স্বল্পায়ু হলেও তাঁর অমর সৃষ্টি ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের মাধ্যমে সমাজের আর্থিক ও সামাজিক বাস্তবতাকে জীবন্ত করে তুলেছেন। এই উপন্যাসই তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।

মন্ত্রী আরও বলেন, ড. বি.আর. আম্বেদকরও প্রবল দারিদ্র্য ও জাতিভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর নেতৃত্বেই স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়, যার ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, জন্ম ও পারিবারিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে অধ্যাপক ডঃ সঞ্জয় দাস ও অধ্যাপক জাল্লাল মিঞা এই দুই মনীষীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারসহ অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande