পেঁচারথলে সরস মেলার উদ্বোধন, স্বসহায়ক গোষ্ঠীর ভূমিকায় গুরুত্বারোপ শিল্পমন্ত্রীর
পেঁচারথল (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বসহায়ক গোষ্
সরস মেলায় শিল্পমন্ত্রী


পেঁচারথল (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বসহায়ক গোষ্ঠী গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে পাঁচ লক্ষেরও বেশি মহিলা বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে এক লক্ষেরও বেশি মহিলা ‘লাখপতি দিদি’ সম্মান অর্জন করেছেন।

শনিবার বিকেলে পেঁচারথল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী তৃতীয় ঊনকোটি জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করে শিল্পমন্ত্রী এই কথা বলেন। তিনি আরও বলেন, স্বদেশী পণ্য ব্যবহারের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ জোর দিয়েছেন। এই আহ্বান বাস্তবায়নে স্বসহায়ক গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। গুণমানের দিক থেকেও স্বসহায়ক গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী উন্নত বলে উল্লেখ করে তিনি বেশি করে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানের সূচনা হয় ‘বন্দে মাতরম’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। সভাপতির ভাষণে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করতে স্বসহায়ক গোষ্ঠীগুলি রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্য সরকার বিভিন্নভাবে এই গোষ্ঠীগুলিকে সহযোগিতা করে চলেছে। তিনি জানান, ঊনকোটি জেলায় ইতিমধ্যেই ছয় হাজারেরও বেশি স্বসহায়ক গোষ্ঠী গঠন করা হয়েছে, যার সঙ্গে ৪৩ হাজারেরও বেশি মহিলা যুক্ত রয়েছেন।

স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সাগর শোভন দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহ-সভাধিপতি সন্তোষ ধর, এমডিসি বিমল চাকমা, পেঁচারথল বিএসি’র চেয়ারম্যান সজল চাকমা, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এন. এস. চাকমা, এসডিপিও উৎপলেন্দু দেবনাথ, পেঁচারথলের বিডিও ওস্কার দেব, চণ্ডীপুরের বিডিও দেবপ্রিয় দাস প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande