অটো থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য বিলোনিয়ায়
বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন পাইখোলা থেকে বালুটিলা সংযোগকারী রাস্তায় একটি অটোরিকশার ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অটোরিকশাটির নম্বর টিআ
মৃতদেহ উদ্ধার


বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি.স.) : শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন পাইখোলা থেকে বালুটিলা সংযোগকারী রাস্তায় একটি অটোরিকশার ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অটোরিকশাটির নম্বর টিআর ০৮এ২৬৫৫। মৃত যুবকের নাম হিজন দেবনাথ।

স্থানীয় পথচারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোর ভিতরে যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাব-ইন্সপেক্টর রাহুল জামাতিয়ার নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে ফরেনসিক দলকেও ঘটনাস্থলে ডাকা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। আপাতত সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর ঘটনায় আরও বিস্তারিত তথ্য হাতে পাবে বলে দাবি পুলিশের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande