‘গিভ অ্যান্ড টেক’ নীতিতে সমাজ গঠনের আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : মানবসেবাও প্রকৃতিরই এক অনন্য শিক্ষা। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই মানুষ মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে—এমনই অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্র
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : মানবসেবাও প্রকৃতিরই এক অনন্য শিক্ষা। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই মানুষ মানবকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে—এমনই অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

শনিবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি-এর সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্যরা।

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি ও অন্যান্য অতিথিরা উপস্থিত দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শীতবস্ত্র বিতরণের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি রয়েছে। যাঁরা গ্রহণ করেন তাঁদের পাশাপাশি যাঁরা প্রদান করেন, তাঁরাও সমানভাবে আনন্দ ও তৃপ্তি লাভ করেন। মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে আলো, জল ও বাতাস দেয়। এই নিঃস্বার্থ দান থেকেই আমাদের মানবসেবার শিক্ষা নেওয়া উচিত। মানবকল্যাণমূলক এই কাজ প্রকৃতিরই এক গুরুত্বপূর্ণ অঙ্গ।

মুখ্যমন্ত্রী সমাজে ‘গিভ অ্যান্ড টেক’ নীতির উপর গুরুত্ব আরোপ করে বলেন, শুধু গ্রহণ করলেই চলবে না, প্রত্যেকেরই সমাজের জন্য কিছু না কিছু করার দায়িত্ব রয়েছে। নিজেকে রক্ষা করার পাশাপাশি অন্যের পাশে দাঁড়ানোও জরুরি।

উল্লেখ্য, ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোট পাঁচটি ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande